সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন 

নড়াইল প্রতিনিধি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবিতে মানববন্ধন 

ভুয়া মুক্তিযোদ্ধাসহ জেলার অন্য অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজ’। 

মানবন্ধনে মুক্তিযোদ্ধারা দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং তাদের অর্জিত রাষ্ট্রীয় ভাতা ও অন্য সুযোগ ফেরত প্রদানের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার শাইদুর রহমান  সেলিম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, মুক্তিযোদ্ধা রুনু হোসেন, এইচ এম সিরাজ। 

মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক জহির ঠাকুর, জিয়াউদ্দিন জামী, হাফিজুল নিলু, তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধারা স্মারকলিপি প্রদান করেন।

টিএইচ